• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত করতে হবে 

  অধিকার ডেস্ক

২৫ নভেম্বর ২০১৯, ২১:০৬
জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। (ছবি : সংগৃহীত)

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, ছাত্ররা বিপথে গেলে জাতি নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। তাদের ন্যায় সঙ্গত দাবি নিয়ে কাজ করতে হবে। জাতীয় পার্টি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চায়।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পার্টির বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন—জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক।

জি এম কাদের ছাত্রদের মেধা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করার আহ্বান জানিয়ে আরও বলেন, তোমাদের নেতৃত্ব বিকশিত করতে হবে। সাধারণ ছাত্রদের সুখ-দুঃখ ভাগ করে নিতে হবে। ছত্রদের ন্যায় সঙ্গত দাবি নিয়ে কাজ করতে হবে। জাতীয় পার্টি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চায়। দেশের মানুষ যখন পরিবর্তন চাচ্ছে সে পরিবর্তন করার জন্য জাতীয় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

ছাত্রসমাজের কাউন্সিলের পর ইব্রাহীম খান জুয়েলকে সভাপতি ও মো. আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড