• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এলডিপি ভেঙে আব্বাসী-সেলিমের নেতৃত্বে নতুন কমিটি

  অধিকার ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ১৩:৫৫
আব্বাসী ও শাহাদাত
আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম। (ফাইল ছবি)

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন অংশের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

গতকাল রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নতুন অংশের কমিটির বিষয়ে জানান এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এর আগে চলতি মাসের ৯ তারিখ রাতে এলডিপি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হন।

তবে ওই কমিটিতে গত সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেওয়া হয়।

দলটির নতুন কমিটি থেকে যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেওয়ার পর দলটির ভেতর সংকট তৈরি হয়।

চলতি বছরের জুন মাসের ২৬ তারিখে দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিএনপির সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নতুন অংশের বেশ কয়েক নেতা খুব শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন : খেতে না দেওয়ার অভিযোগ এরিক এরশাদের

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড