• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পানি নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই’

  অধিকার ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ০৩:০৯
তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি : সংগৃহীত)

বিএনপি নেত্রী খালেদা জিয়া দিল্লি গিয়ে গঙ্গার পানি ভাগাভাগির কথা বলতে ভুলে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যে দলের নেত্রী পানি ভাগাভাগির কথা ভুলেই যান, সে দল পানি নিয়ে কথা বলার নৈতিক অধিকার রাখে না।’

শনিবার (১৬ নভেম্বর) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সভাশেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ সব কথা বলেন।

বাংলাদেশ ফেনী নদীর পানি ভারতকে দিয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ভারত বিরোধিতা বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য। কোনো অবস্থাতেই ফেনী নদীর পানি দিয়ে দেওয়া হয়নি। এ নদীর কিছু পানি পান করার জন্য ত্রিপুরার বাসিন্দারা আগে থেকেই ব্যবহার করে আসছিল। আমরা বরং সেটিকে ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছি।’

নবম ওয়েজবোর্ডের সুপারিশে ইলেকট্রনিক গণমাধ্যমের জন্য বেতন কাঠামো গঠনকে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের চাকরির সুরক্ষার জন্য একটি বেতন কাঠামো অবশ্যই প্রয়োজন। এ নিয়ে আলোচনা চলছে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড