• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিপির দুই মেয়াদে ঢাবিতে এক দিনও ক্লাস করেননি তিনি

  নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০১৯, ১৭:০১
বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতি
বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতির আলোচনা সভায় অতিথিরা (ছবি সংগৃহীত)

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) দুই মেয়াদে নির্বাচিত ভিপি ছিলেন। কিন্তু তিনি এ দুই মেয়াদে ঢাবিতে এক দিনও ক্লাস করেননি।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ছাত্র রাজনীতি : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনা সভায় এ কথা জানান মান্না নিজেই। অনুষ্ঠানে ডাকসুর বর্তমান ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন সাবেক ভিপি উপস্থিত ছিলেন। বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতি এ সভার আয়োজন করে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, বিগত দিনে ডাকসুর নির্বাচিত কোনো ভিপি কখনো চাকরি করেননি। আমি কোনো দিন চাকরি করিনি, আমিও ভিপি ছিলাম। রাজনীতিটা ছাত্রজীবন থেকেই করেছি। দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ভিপি ছিলাম। তবে এক দিনও ক্লাস করিনি। রাজনৈতিক কাজে প্রায় প্রতি দিনই নানা জায়গায় নানা অনুষ্ঠানে ছিলাম। আজ এ থানায়, কাল অন্য থানায় এমন করেই সময় গেছে, ক্লাসে যেতে পারিনি।

ডাকসুর সাবেক ভিপি বলেন, ক্ষমতাসীন সরকার যেভাবে দুর্নীতি করছে, জনগণের ওপর অত্যাচার করছে; তার থেকে বাঁচতে ছাত্রদের বড় ভূমিকা পালন করতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষার্থীরা পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে পারলে, ধানের দাম কমাতে আন্দোলন করতে পারলে, আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তিতে কেন রাস্তায় নামতে পারে না? এ আন্দোলনও করতে হবে।

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহেদা রফিক সভাপতিত্ব করেন। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, ডাকসুর সাবেক ভিপি আ স ম আব্দুর রব, বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ডাকসুর ভিপি নুরুল হক নুর, প্রফেসর দিলারা চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড