• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্নীতি অনেক গভীরে ঢুকে গেছে : মওদুদ

  অধিকার ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৬:১৮
মওদুদ আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। (ফাইল ছবি)

‘খালেদ, শামীমের কাছ থেকে যে টাকা পাওয়া গেছে তা কিছুই না’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘দুর্নীতি অনেক গভীরে ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে এ সরকার বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবে না। তাদের নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে।’

শনিবার (৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মৎসজীবী দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপকূলের দিকে প্রবল গতিতে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রসঙ্গ তুলে মওদুদ আহমেদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের জানা মতে সরকার যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে ঘূর্ণিঝড় আঘাত করলে আমাদের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অতীতেও দেখেছি সরকারের অবহেলার কারণে দরিদ্র জনগোষ্ঠী দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সরকার উন্নয়নের রোল মডেলের কথা বলে গলা ফাটাচ্ছে উল্লেখ করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘কীসের উন্নয়নের রোল মডেল? ১৫ মিনিট বৃষ্টি হলে যে দেশের রাজধানী পানির নিচে চলে যায় এটাকে বলে উন্নয়নের রোল মডেল? যে দেশের রাজধানীতে এক কিলোমিটার রাস্তা যেতে ৪৫ মিনিট সময় লাগে সেটা নাকি নাকি উন্নয়নের মডেল? কে বিশ্বাস করবে এ কথা, কেউ বিশ্বাস করবে না।’

‘অবশ্যই বাংলাদেশ মডেল। তবে সেটা গণতন্ত্রহীনতা, বিচারহীনতার, নারী-শিশু নির্যাতন ও নারী-শিশু ধর্ষণের মডেল’- যোগ করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে এনে ক্ষমতায় বাসায়। তিনি কোনো ক্যু করেননি, কোনো নির্বাচিত সরকারকে অপসারণ করেননি। শহীদ জিয়া সংবিধানকে বাতিল করেননি, সামরিক আইন জারি করেননি এবং সংসদ বাতিল করেননি। ১৯৭৫ সামরিক আইন জারি করে সংসদ বাতিল করেছিলেন এই আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার মোশতাক আহমেদ। এই আওয়ামী লীগ মিথ্যাচার করে।’

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মৎস বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল প্রমুখ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড