• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুদিনের ব্যবধানে ফের সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন শেখ হাসিনা

  অধিকার ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৩:১৬
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান
ছবি : সংগৃহীত

তিন দিন আগে কৃষক লীগের জাতীয় কাউন্সিলে যোগদানের পর এবার শ্রমিক লীগের জাতীয় কাউন্সিলের সমাবেশে যোগদান করার জন্য ফের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল শনিবার (০৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন শ্রমিক লীগের কাউন্সিল সমাবেশের উদ্বোধন করবেন।

এর আগে ৭ নভেম্বর কৃষক লীগের ১০ম জাতীয় কাউন্সিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিয়ে দলের নেতারা জানান, আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা নভেম্বর মাসে মোট চারবার সোহরাওয়ার্দী উদ্যানে আসার কথা রয়েছে। আগামীকাল ছাড়াও আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্সিল সমাবেশ উদ্বোধন করবেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের চার অঙ্গ-সংগঠনের কাউন্সিল অধিবেশন কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ী সমাবেশ মঞ্চ নির্মাণ করা হয়েছে। আজ শুক্রবার (০৮ নভেম্বর) সকালে সরেজমিন উদ্যান ঘুরে দেখা যায়, শ্রমিক লীগের সমাবেশ উপলক্ষে মূল মঞ্চসহ আশপাশ ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানোর কাজ চলছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড