• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুলের তুলনায় সাকিবের শাস্তি বেশি হয়েছে : রওশন এরশাদ

  অধিকার ডেস্ক

৩১ অক্টোবর ২০১৯, ১৯:৫৭
সাকিব আল হাসান
সাকিবের শাস্তি বেশি হয়েছে বলে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (ছবি : ফাইল ফটো)

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সাকিব যেই ভুল করেছেন সেই তুলনায় তার শাস্তি বেশি হয়েছে। এ ক্ষেত্রে সাকিবের শাস্তি কমিয়ে তার মতো প্রতিভাবান খেলোয়াড়দের ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখার সুযোগদানের জন্য তিনি আইসিসির প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সাকিবের এ দুঃসময়ে বিসিবি তার পাশে থাকবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আরও বলেন, ‘সাকিব আল হাসান শুধু বাংলাদেশ ক্রিকেট দলের একজন অধিনায়ক নন, তিনি বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার হিসেবে সারা দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের ক্রিকেট-গৌরবের অন্যতম প্রধান সারথি। কিন্তু দুর্ভাগ্যজনক সংবাদ হলো, আমাদের গৌরবময় এ অবস্থানের যেন ছন্দপতন হলো।’

রওশন এরশাদ জানান, খেলাধুলার অঙ্গনে জুয়াড়িদের ব্যাপক তৎপরতা রয়েছে। ফলে ক্রিকেটের সর্বোচ্চ বিশ্ব সংস্থা আইসিসি এর বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। যেহেতু সাকিব একজন প্রতিভাবান খেলোয়াড় সেহেতু তার পেছনে জুয়াড়িরা লাগবে, এটাই স্বাভাবিক। তিনি বলেন, ‘সাকিব তার ভুল স্বীকার করেছেন। কিন্তু এটাও সত্য যে, সাকিব ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত আইসিসি এমন অভিযোগ করেনি। তিনি জুয়াড়িদের প্রস্তাবে সাড়া দেননি কিন্তু নিয়ম অনুযায়ী তা কর্তৃপক্ষকে অবহিত না করায় এ ভুলটি হয়েছে।’

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করে বলেন, এ ভুল থেকে শিক্ষা নিয়ে সাকিব আবারও ক্রিকেট মাঠে ফিরে আসবে শিগগিরই। আমরা সে প্রত্যাশায় রইলাম।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড