• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার শীতে 'ওয়ান স্টেপ ফর টুমরো' ছড়াবে 'উষ্ণতার হাসি'

  বিশেষ প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২০, ২০:২৫
এবার শীতে 'ওয়ান স্টেপ ফর টুমরো' ছড়াবে 'উষ্ণতার হাসি'
এবার শীতে 'ওয়ান স্টেপ ফর টুমরো' ছড়াবে 'উষ্ণতার হাসি'

দেশে আস্তে আস্তে বাড়ছে শীতের দাপট। তাপমাত্রাও কমছে উল্লেখযোগ্য হারে। শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে ‘One Step For Tomorrow' মানবতার সেবায় এগিয়ে এসেছে।

শীতকাল সামর্থ্যবানদের জন্য উপভোগ্যই হয়। আরামদায়ক শীতবস্ত্র, মুখরোচক খাবার, পিঠা পায়েস, সব মিলিয়ে আনন্দের সময় তাদের। কিন্তু হতদরিদ্র এক শ্রেনির মানুষের জন্য শীত অভিশাপ হয়ে আসে। তাদের নেই শীতের কাপড়, নেই ঘরবাড়ি। হাড়কাপানো শীতের রাতে তাদের শুতে হয় রাস্তার ধারের ফুটপাতে কিংবা রেলস্টেশনের প্লাটফর্মে। One Step For Tomorrow এর স্টেপাররা চেষ্টা করছে সেইসব সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে।

"এবার শীতের ঠান্ডায়, থাকবে না কেউ অসহায়।" স্লোগানে এবার শীতে One Step For Tomorrow এর স্টেপাররা ছড়াবে "উষ্ণতার হাসি"।

ঢাকা, টাংগাইল, দিনাজপুর, লাল্মনিরহাট,গাইবান্ধা,রংপুর, লালমনিরহাট, খুলনা, ময়মনসিংহ, বরিশালসহ দেশের প্রায় ২০ টি অঞ্চলে স্টেপারগণ চেষ্টা করছে অসহায় মুখে হাসি ফোটাতে। অসহায় বস্ত্রহীনদের শীতের কাতরতা দূর করতে স্টেপাররা সংগ্রহ করছে সামর্থ্যবানদের অব্যবহৃত জামা কাপড় এবং আর্থিক সাহায্য। যা পৌছে দেওয়া হবে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের দুয়ারে।

One Step For Tomorrow এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মইনুল ইসলাম জিলানী বলেন, 'আমাদের সবার বসায়ই অব্যবহৃত জামা কাপড় পড়ে থাকে। অনেক সময় ফেলে দিই বা বিক্রি করি কেউ কেউ। এবার আমরা প্রতিটি জেলার স্টেপাররা আমাদের অব্যবহৃত জামাকাপড় পৌছে দিতে চাই বিভিন্ন জেলার সুবিধাবঞ্চিত মানুষদের কাছে।'

মো: মইনুল ইসলাম জিলানী সকলের কাছে আহ্বান জানিয়ে বলেন আপনারা চাইলে অর্থ দিয়েও সহায়তা করতে পারেন। বিকাশ করতে - 01308812610।

তিনি আরও জানান, অব্যবহৃত জামা কাপড় দিতে চাইলে জেলা টিমকে জানালে আমরা তা আপনার নিকট থেকে সংগ্রহ করে নিব। জেলা টিমের নম্বর- টাংগাইল : 01772067237 (শাওন) 01304596848 (ফাহাদ) কালিহাতী : 01683397904 (সুমন) দিনাজপুর : 01978980508 (মোরশেদ) 01996156560 (সিহাব) 01797989338 (মেহেগ) লালমনিরহাট : 01751364537 (জয়) 01793822832 (মেহেদী) 01788098274 (সাদিক)

শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেবার এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে পাশে আছে দৈনিক অধিকার এবং অধিকার ডট নিউজ।

মানুষের অধিকার নিয়ে লিখবে অধিকার; লিখুন আপনিও। আপনার চারপাশে অধিকার বাস্তবায়নে আপনিও সচেষ্ট হোন, জানান সরাসরি দৈনিক অধিকারকে [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড