• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজ্ঞাপনে 'আমাদের অধিকার'

  নিশীতা মিতু

২৩ আগস্ট ২০১৮, ২২:৫৬
বিজ্ঞাপন ১

পৃথিবী জুড়ে মানুষ যুগ যুগ ধরে লড়ে গেছে নিজেদের অধিকারের জন্য। কারোর নির্দিষ্ট চাহিদার অধিকার, কারোর বাসস্থানের অধিকার, কারোর একান্তই নিশ্চিন্তে বেঁচে থাকার অধিকার। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বিজ্ঞাপনেই সেই অধিকারগুলোকে তুলে এনেছেন নিখুঁতভাবে। নাড়া দিতে চেষ্টা করেছেন মানুষের মানবতাকে। এমনই কিছু বিজ্ঞাপনের চিত্র চলুন দেখে নেওয়া যাক-

বিজ্ঞাপন ১- প্রিয় জুতাজোড়ায় হয়ত নিয়মিত পা ঢাকেন আপনি। বিশ্বে এখনও অনেক মানুষ রয়েছে যাদের পায়ের জুতো পরার সামর্থটুকুও নেই। আপনার অব্যবহৃত জুতো গরীবদের দান করুন। তাদের একজোড়া জুতো পরার অধিকার বাস্তবায়ন হতে পারে আপনার সাহায্যেই।

বিজ্ঞাপন ২- সিরিয়ার পতাকার মাঝে দু’টো সবুজ তারা আছে। সেই তারা দু’টোকে বন্দুকের গুলির ছিদ্র বানানো হয়েছে। সিরিয়া আজ ক্ষত বিক্ষত। সিরিয়াকে রক্ষা করার আবেদন ফুটে উঠেছে বিজ্ঞাপনটিতে।

বিজ্ঞাপন ৩- স্বাভাবিক দৃষ্টিতে কী দেখতে পাচ্ছেন? একটি টোস্টার? এখানে ক্ষুধার্তদের জন্য খাবার দান করতে বলা হচ্ছে। সেটি বোঝাতে টোস্টার দিয়ে দান বাক্স ফুটিয়ে তোলা হয়েছে। খাবার দান করুন, ক্ষুধার্তদের খাদ্যের অধিকার নিশ্চিত করতে সাহায্য করুন।

বিজ্ঞাপন ৪- আপনার রয়েছে বাসস্থানের অধিকার। শীতের মধ্য মাঝে মাঝে রাতে কম্বলের মধ্য ঘুমাতে গেলে হয়ত মনে হয়, কী সুন্দর করে, দারুণ একটি ঘরের মধ্য আরামের ঘুম দিচ্ছেন আপনি। অথচ আপনার মতই কত মানুষ ফুটপাতে শুয়ে আছে। কিছু কিছু মানুষের জন্য বাহিরই তার ঘর। আউটডোর অ্যাডভার্টাইজিং তার জন্য ইনডোর অ্যাডভার্টাইজিং। গৃহহীনদের সহায়তার হাত বাড়িয়ে দিন।

বিজ্ঞাপন ৫- ছবিটি দেখে চমকে গেছেন? ভাবছেন এ কেমন কথা! নেভেটিভ মানুষজনকে যখন আমরা এড়িয়ে যাই এই বিজ্ঞাপনে কিনা তাদেরই স্বাগতম জানানো হচ্ছে! জী, নেগেটিভ মানুষজনকেও সব সময় স্বাগতম। তবে তা রক্ত দানের ক্ষেত্রে। নেগেটিভ রক্তের গ্রুপের মানুষকে রক্ত দিতে উৎসাহিত করতে ভিন্ন রকম উপস্থাপনা। নেগেটিভ রক্তের প্রয়োজন এমন মানুষকে রক্ত দান করুন। তাদেরও রয়েছে বাঁচার অধিকার।

ছবি ও ক্যাপশন কৃতজ্ঞতা : দেশ বিদেশের বিজ্ঞাপন

মানুষের অধিকার নিয়ে লিখবে অধিকার; লিখুন আপনিও। আপনার চারপাশে অধিকার বাস্তবায়নে আপনিও সচেষ্ট হোন, জানান সরাসরি দৈনিক অধিকারকে [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড