• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বেচ্ছাসেবী সংগঠন ও আমার স্বপ্ন

  মো. সাকিব

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩২
স্বেচ্ছাসেবী সংগঠন
জাককানইবি বন্ধুমঞ্চের কার্যক্রম, ইনসেটে সাকিব (ছবি : সম্পাদিত)

স্বেচ্ছাশ্রম বা স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম নিয়ে আগে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে প্রতিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসব সংগঠনের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমও বাড়ছে।

এই কার্যক্রমের দিক থেকে পিছিয়ে নেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম দৈনিক অধিকার বন্ধুমঞ্চ। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে, আর্তমানবতার সেবায়, চারিত্রিক উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী অর্জনসহ বিভিন্ন লক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুমঞ্চ শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাকিব।

সাকিব বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমার স্বপ্ন। আমি চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমাদের দেশে স্বেচ্ছাসেবী সংগঠন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের তরুণরা স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসছে। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে।

নিজের অভিজ্ঞতার আলোকে বলেন, ‘২০১০ সালে আমি স্কাউটিংয়ে যোগদান করি। স্কাউটিং হলো অরাজনৈতিক শিক্ষামূলক স্বেচ্ছাসেবী আন্দোলন। এরপর থেকে স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার আগ্রহ বৃদ্ধি পায়। এখন স্কাউটিং সহ আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করছি। এর মধ্যে বন্ধুমঞ্চ, অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা, ময়মনসিংহ এবং সেভ দ্য টুমরো ফাউন্ডেশন উল্লেখযোগ্য।’

স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিতৃপ্তি লাভের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন তৃপ্তি পাই। বর্ষাকালে আমাদের দেশের অনেক স্থান বন্যায় প্লাবিত হয়। বন্যাকবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তাছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে, মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ, ছিন্নমূল শিশুদের শিক্ষাদান, বয়স্কদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন এবং শীত বস্ত্র বিতরণ উল্লেখযোগ্য।’

আরও পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে জাককানইবি বন্ধুমঞ্চের নানা কর্মসূচি

স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘কীভাবে মানুষের জন্য কাজ করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, স্কুলগামী নয় এমন শিশুদের স্কুলগামী করবো তার স্বপ্ন দেখি। খবরের কাগজ খুললেই চোখে পরে অনেক স্থানে বাল্যবিবাহ হচ্ছে। অনেক শিশু ও তরুণী ধর্ষণের শিকার হচ্ছে। এসব বন্ধের জন্য মানুষকে সচেতন করার স্বপ্ন দেখি। আমার বিশ্বাস সমাজের তরুণরা এগিয়ে আসলে এসব বন্ধ করা সম্ভব হবে। এভাবেই একদিন সফলতা আসবে এবং গড়ে উঠবে সুন্দর আগামী।’

লেখক : শিক্ষার্থী ও সাংগঠনিক সম্পাদক, বন্ধুমঞ্চ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড