• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেহকে এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ‘পা’

  রহমান মৃধা

১৮ নভেম্বর ২০২১, ১৪:৩১
পা
হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া হচ্ছে (ছবি : সংগৃহীত)

আমরা নিজেদের শরীরের অনেক অঙ্গের অনেক গুণগান করি। পায়ের গুণগান খুব একটা হয় না। অথচ এত বড় একটি দেহকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলছে সারাক্ষণ এই পা।

জ্যামাইকার ছোট্ট শহর ট্রিলনি পারিশে ২১ আগস্ট, ১৯৮৬ সালে জন্ম নেয় উসাইন সেন্ট লিও বোল্ট।

পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব, যিনি ১০০ মিটার দৌড় ৯.৫৮ সেকেন্ডে এবং ২০০ মিটার দৌড় ১৯.১৯ সেকেন্ডে শেষ করেছেন। ২০১০ সালে ভেঙ্গেছেন নিজের করা বিশ্বরেকর্ড। ২০১৬ সালের রিও অলিম্পিকে জয় করেছেন ৯টি সোনা পা দিয়ে দৌড়ে।

রজার ফেদেরার শুধু বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়ই নয়, তিনি বিশ্বের কোটি কোটি মানুষের আনন্দের উৎস। তিনি সবার হৃদয়ের এক ভালোবাসা। একদিন টেনিস জগত তাকে ছাড়া টেনিস খেলবে, হয়তো তাঁর কথাও ভুলে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। নতুন চ্যাম্পিয়নের জন্ম হবে ঠিকই, তবে আমার মনে হয় রজার ফেদেরার সবার হৃদয়ে টেনিসের আইকন হয়ে বেঁচে থাকবেন দুনিয়াতে, এত কিছুর জন্য যার ভূমিকা অপরিসীম।

জলাতান ইব্রাহিমোভিচ ১৯৮১ সালে সুইডেনের মাল্মোতে জন্মগ্রহণ করেন। তিনি ছয় বছর বয়সে ফুটবল খেলা শুরু করেন।

জলাটনের দীর্ঘকালীন সম্পর্ক রয়েছে সুইডিশ অভিনেত্রী এবং মডেল হেলিন সেগারের সাথে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ তুমি জাগ্রত জনতার

জলাতান ইব্রাহিমোভিচ নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার বলে সম্বোধন করেন। সংবাদমাধ্যমে ফুটবলারদের মধ্যে তুলনা করা অনুচিত বললেন তিনি। সুইডেনের তারকা ফুটবলার জলাতান বরাবরই সাহসী কথাবার্তা বলতে পছন্দ করেন। মাঝে মাঝে তিনি কিছু বাস্তব কথা বলারও সাহস দেখান, যা বাকি পাঁচজন ফুটবলারের নেই। তবে তার দক্ষতা এবং কুশলতা মেসি এবং রোনালদোর সমতুল্য।

তিনি নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ বললেন এবং যেহেতু প্রতিটি ফুটবলারের জীবনের আলাদা কাহিনী থাকে, তাই তাদের মধ্যে তুলনা করা উচিৎ নয় মনে করেন তিনি।

২২ বছর ধরে ইউরোপ এবং মার্কিন মাটিতে রাজত্ব করে বেড়িয়েছেন জলাতান ইব্রাহিমোভিচ। বার্সেলোনা, মিলান, প্যারিস, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার এবং জুভেন্টাসের হয়ে অসংখ্য ট্রফির মালিক তিনি। তাকে এই প্রজন্মের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে ধরা হয়।

জলাতান ইব্রাহিমোভিচ একজন সুইডিশ পেশাদার ফুটবলার যিনি সুইডিশ জাতীয় দলের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন। মূলত একজন স্ট্রাইকার, তিনি একটি দুর্দান্ত গোলদাতা, তার কৌশল, সৃজনশীলতা, শক্তি, বাহুতে দক্ষতা এবং শক্তিশালী এবং সুনির্দিষ্ট পঞ্চিংয়ের দক্ষতার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি ৩২টি ট্রফি জিতে বিশ্বের দ্বিতীয় সজ্জিত সক্রিয় ফুটবলার যার মূল্য ১৯০ মিলিয়ন ডলার, সব কিছু সম্ভব হয়েছে পায়ের কারণে।

আজ শীতের সকালে হঠাৎ একটু রোদের দেখা মিলেছে। ব্যালকনিতে বসে এক কাপ কফি পান করছি। পা দুটিকে মিলে দিয়েছি রোদে, বেশ স্বস্তি লাগছে এখন। সারা রাত ঝিন ঝিন করে ব্যথা করছে পা দুটি। পায়ের গোড়ালিতে ব্যথা (heel spur)। বিশ্বের কেউ পা দিয়ে মিলিয়ন ডলার কামাইতেছে আর আমি পায়ের ব্যথায় রাতের ঘুম হারাম করেছি। তারপরও হাত জোড় করে প্রার্থনা করছি পা দুটি ভালো করে দাও মিলিয়ন ডলারের দরকার নেই।

আরও পড়ুন : দেখা হয়েছিল পূর্ণিমা রাতে

সুইডেনে কথায় বলে (Som frisk har man tusen önskningar, som sjuk har man bara en) সুস্থ লোকের হাজার চাওয়া আর অসুস্থ লোকের একটাই।

লেখক : সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

ওডি/কেএইচআর

চলমান আলোচিত ঘটনা বা দৃষ্টি আকর্ষণযোগ্য সমসাময়িক বিষয়ে আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই, সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড