• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার নবান্ন সংখ্যা-১৯

কবিতার মানচিত্র

  রিয়াজ মোরশেদ সায়েম

০৮ মার্চ ২০২০, ১৫:০২
কবিতা
কবিতাই প্রথম ছোবল স্বৈরাচারিক চরিত্রে (ছবি : সম্পাদিত)

কবিতা অমানবিকতার বিরুদ্ধে বলে, অরাজকতার প্রতিবাদ করে, কবিতা ফুঁসে ওঠে শাসকের বিরুদ্ধে, কবিতাই প্রথম ছোবল স্বৈরাচারিক চরিত্রে! শোষণের টুঁটিতেই টান দেয় কবিতাই! কবিতা তাই দেয়ালে গেঁথে থাকে, কবিতার ডাকে জনগণ একত্রিত হয়, উত্তাল হয়, উদ্বুদ্ধ হয়, উজান থেকে ভাটিতে আসে। কবিতার আবেশে বিপ্লব অনুপ্রাণিত হয়, নিপীড়িত ক্রন্দন নিয়ে কবিতা নয়- কবিতা গর্জন! কবিতা দ্রোহে, ক্রোধে অগণিত দুর্বলের কণ্ঠস্বর। কবিতা সাহসের সোপান, অনুরণন তোলে ক্ষোভে, বিক্ষোভে! কবিতা শোষিতের প্রাণচাঞ্চল্য, বঞ্চিতের বেঁচে থাকার অবলম্বন! কবিতা মহাজীবনের ডাক, সভ্যতায় অনুপ্রবেশকারীর ছাড়পত্র! কবিতার তিলক সাম্যের রঙ! কবিতার ভুবন রঙিন। কবিতা কর্মীর হাতিয়ার, বিনির্মাণের জোগান। কবিতা স্পর্ধিত যৌবনের বোহেমিয়ান জাজ্বল্যমান উত্তেজনার স্বর! কবিতা পৃথিবীর নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, সত্য সন্ধানে কবিতা চিরভাস্বর। শাসকের মুখোশ উন্মোচনকারী হলো কবিতা! কবিতা আঙুল দেখায় নির্যাতনের চিত্রে! বাস্তবতার জীবনের নাম কবিতা। কবিতা যুগান্তরের দীপশিখা, ভবিষ্যতের গন্তব্য, নির্ধারিত পথের বাঁক-বদল। কবিতা প্রবহমান, স্রোতস্বিনী, খরস্রোতা দিক বদলের নির্দেশনা, কবিতা ইঙ্গিতময়তার তির্যক তীরের ফলা। টানটান ধনুকের প্রাচুর্যে শান দেয়া শব্দের শরীর, প্রাণরসে কবিতা অনির্বচনীয়। নতুনত্বের আকুতি কবিতায়, প্রথা ভেঙে বেরিয়ে যাওয়ার স্বভাবে কবিতা অমলিন, চির উদ্ভাসিত! দুর্বিনীত চিৎকারে মৌনতা ভাঙায় কবিতা, রাতজাগা পাখির মতো পথচলে কবিতা, কবিতা আশা ও বিশ্বাসের শিল্প, কবিতা সৌন্দর্যের ভৌগোলিক বলয়, শব্দরাজির বিমুগ্ধ জাদুখেলা, কবিতা সময়ের পরিশীলিত সহচর, কবিতা হৃদয়ের অপরিহার্য বিস্তৃত আকাশ, কবিতা গৌরবময় সৃষ্টির সচেতন রূপরেখা, কবিতা তাই সুন্দর!

আরও পড়ুন : অপারগতার অঘ্রান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড