• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সাংসদ বাবুর ব্যাংক হিসাব তলব করা হয়নি, দুদকের অভিযোগও নেই’

  নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০১৯, ২৩:৩২
সাংসদ মো. নজরুল ইসলাম বাবু
সাংসদ মো. নজরুল ইসলাম বাবু (ছবি : সংগৃহীত)

‘নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাব তলব ও দুর্নীতি নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা।’ এমন দাবি করেছেন এই সাংসদ।

সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, ‘এনবিআর আমাকে তলব করেনি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমার বিরুদ্ধে এ রকম ষড়যন্ত্র হয়েছিল।’

তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) আমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের কোনো সত্যতা পায়নি। ২০১৬ সালের শেষ দিকে একটি অভিযোগে দুদকের তদন্ত শুরু হয়। দুদক দীর্ঘ সময় তদন্ত শেষে গত বছরের ৩ মে অভিযোগ থেকে আমাকে অব্যাহতি দেয়।’

উল্লেখ্য, এর আগেও সাংসদ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের কোনো প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়, ২০১৬ সালের শেষ দিকে একটি অভিযোগের ভিত্তিতে দুদকের তদন্ত শুরু হয়। এরপর দীর্ঘ সময় তদন্তের পর গত বছরের ৩ মে উক্ত অভিযোগ থেকে সাংসদ নজরুল ইসলাম বাবুকে অব্যাহতি দেওয়া হয়।

গত বছরের ৩ মার্চ দুদক সচিব ড. মো. শামসুল আরেফিনের স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়, ‘নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে সাংসদ বাবুর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই এই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।’

নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী সায়মা আফরোজ ও তাদের মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এনবিআরের তলব করার খবরকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন সাংসদের অনুসারী ও সাবেক-বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ ব্যাপারে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমাকে তলব করেনি। আসন্ন যুবলীগ কাউন্সিলে আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রের হীন প্রচেষ্টা চালাচ্ছে। এর আগেও জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে এ রকম ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু দুর্নীতির কোনো প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।’

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড