• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় চিড়িয়াখানায় নতুন অতিথি

  অধিকার ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ২০:৩১
চিড়িয়াখানা
নতুন অতিথি চিড়িয়াখানায় (ছবি : সংগৃহীত)

রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় জলহস্তির জন্ম হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) শাবকটির জন্ম হয়। এ নিয়ে এখন জাতীয় চিড়িয়াখানায় জলহস্তির সংখ্যা দাঁড়াল ১৬টিতে। এরই মধ্যে দু’জোড়া জলহস্তি গাজিপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. এস এম নজরুল ইসলাম গণমাধ্যমকে জলহস্তি পরিবারে নতুন অতিথি জন্মের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, কর্মনিষ্ঠতা, মনিটরিং ও সুপারভিশনসহ সামগ্রিক সুষ্ঠু ব্যবস্থাপনার ফলশ্রুতিতে চিড়িয়াখানায় দিনে দিনে মূল্যবান ও অপ্রতুল প্রাণীর সংখ্যা বাড়ছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় চিড়িয়াখানার সার্বিক পরিবেশ অনেক বেশি উন্নত।

তিনি আরও জানান, আশির দশকে এক জোড়া জলহস্তি এসেছিল। বর্তমানে জলহস্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। ইতোমধ্যে দুই জোড়া জলহস্তি গাজীপুরের সাফারি পার্কে বিতরণ করা হয়েছে।

আফ্রিকার সাবশাহারান এলাকায় জলহস্তি পাওয়া যায়। খুবই হিংস্র তৃতীয় বৃহত্তম স্তন্যপায়ী এই প্রাণীটি। জলহস্তির আয়ুষ্কাল ৪০ বছর। জলহস্তি স্থলে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এটাকে রিভার হর্স বলা হয়। দিনের বেলা পানিতে আর রাতে ডাঙায় থাকে জলহস্তি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড