• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

  অধিকার ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ১৬:৫২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা (ছবি : সংগৃহীত)

রাজধানীতে দুটি নতুন মেট্রোরেল নির্মাণ প্রকল্পসহ ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়।

এছাড়া সভায় মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) নির্মাণের ক্ষেত্রে রেল ও বাস দুটো সুবিধাই রাখার নির্দেশনা দিয়েছেন এবং লাইন নির্মাণের ক্ষেত্রে যেন হাতিরঝিলের সৌন্দর্য নষ্ট না হয় তার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জনিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'নতুন এমআরটি নির্মাণের ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকার মানুষ যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেদিকেও নজর দিতে হবে। ভবিষ্যতে এমআরটিকে শেয়ারবাজারে দিয়ে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।'

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, 'এমআরটি আমরা সবসময় চালাবো না। এখন আমরা বিনিয়োগ করছি। কিন্তু যেহেতু এটা লিমিটেড কোম্পানি ভবিষ্যতে আমরা শেয়ার মার্কেটে যাব।'

তিনি আরও বলেন, 'নতুন বাসা নির্মাণের ক্ষেত্রে মশা ও পতঙ্গ নিরোধক নেট লাগাতে হবে। যাতে মশা ও পোকা যেন না ঢুকে। ময়লা ডিসপোজালের জন্য আধুনিক ব্যবস্থা রাখতে হবে। সকল সরকারি বাসার নিচতলায় ড্রাইভারদের সুযোগসুবিধার জায়গার ব্যবস্থা রাখতে হবে।'

গ্যাস না থাকায় অনেক সময় সচিবরা সরকারি বাসায় উঠতে চান না। এ বিষয় নিয়ে একনেক সভায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 'আগামীতে আমরা গ্যাস পাব না, এটা সত্য কথা। আমরা এলপিজি ব্যবহার শুরু করছি। আমরা সিলিন্ডারে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, সিলিন্ডার ব্যবহারে উৎসাহিত করতে হবে। গ্যাস না থাকার কারণে সরকারি বাসায় যদি সচিবরা না থাকেন তাহলে বরাদ্দ বাতিল করা হবে।'

সরকারি প্রকল্পের কেনাকাটায় প্রকল্প পরিচালকদেরকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড