• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্তমানে দেশে খাদ্য ঘাটতি নেই, জানালেন খাদ্যমন্ত্রী

  সারাদেশ ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ১৮:০২
রাজশাহী
ছবি : সংগৃহীত

বর্তমানে দেশে খাদ্য ঘাটতি নেই, খাদ্যের পর্যাপ্ত জোগান রয়েছে বলে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা কৃষকের ব্যথা-বেদনা বুঝি। যেভাবে কৃষককে বেশি সুবিধা দেওয়া যায় সেভাবে কৃষকের কাছ থেকে ধান কেনার চেষ্টা করা হবে। দেশে ২শটি অত্যাধুনিক খাদ্যগুদাম তৈরি করা হবে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে সরকারের আমন সংগ্রহ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী ও সব জেলা খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

এ সময় গেল অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ছয় লাখ টন বলে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, এর মধ্যে রাজশাহী বিভাগে এক লাখ ৩৮ হাজার ৫৭৭ মে. টন।

চলতি বছর দেশে আমনের বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, অক্টোবর ৩১ তারিখে এ বছর কোন বিভাগ এবং জেলা থেকে কী পরিমাণ আমন সংগ্রহ করা হবে সে বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন- আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড