• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিয়া সরাসরি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল : তথ্য প্রতিমন্ত্রী

  সাভার প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৯, ০৪:৪৩
প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান (ছবি : দৈনিক অধিকার)

জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিএনপি ও জামায়াত হলো- পাকিস্তানের এজেন্ট, তাই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে দেশে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। সুতরাং দুর্নীতিবাজরা কেউ এ অভিযান থেকে রক্ষা পাবে না বলেন প্রতিমন্ত্রী।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. মুরাদ হাসান বলেন, বিএনপির শাসন আমলে দেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিল। এই ক্যাসিনো ব্যবসার লাইসেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান এবং মির্জা আব্বাস। তারা এখন হতাশাগ্রস্ত স্বপ্নভঙ্গ দেউলিয়া দল।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলা সিনেমার ব্যবসা ভালো না, তাই দেশে ভালো ছবি নির্মাণ করতে সরকার সহযোগিতা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড