• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেউ যদি পানি চায়; না দিলে কেমন দেখা যায় : প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৬:১৯
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি : সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেউ যদি পানি পান করতে চায়, আর আমরা যদি না দেই; এটা কেমন দেখা যায়।’

বুধবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বিকাল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের ফেনী নদীর পানি নিয়ে চুক্তি প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ফেনী নদী বাংলাদেশ-ভারতের সীমনান্তবর্তী এলাকায় অবস্থিত। আর কোনো নদী সীমান্তবর্তী এলাকায় হলে, সে নদীর পানিতে দুই দেশেরই অধিকার আছে। আর আমরা তো সব পানি দিয়ে দিচ্ছি না।’

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী গত ৩ থেকে ৬ অক্টোবর ৪ দিনের সফরে নয়াদিল্লী যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশে তিনি ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড