• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় ফাহাদের জানাজা সম্পন্ন

  কুষ্টিয়া প্রতিনিধি

০৮ অক্টোবর ২০১৯, ০৯:২৫
কুষ্টিয়ায় ফাহাদের জানাজা (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় শহরের পিটিআই রোডে ফাহাদের নিজ বাড়ির সামনে এ জানাজা সম্পন্ন হয়। আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় নেতাকর্মীরা নামাজের জানাজায় অংশগ্রহণ করেন।

এরপর সকাল দশটায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাংগা গ্রামে তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফাহাদের দাফন সম্পন্ন হবে।

এ দিকে সোমবার (৭ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে ফাহাদের জানাজা সম্পন্ন হয়। রাত সাড়ে ৯টায় ফাহাদের লাশ মসজিদের সামনে আনা হয়। এ সময় মসজিদের মাইকে ঘোষণা করা হয়; নিহতের জানাজা রাত ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। পরে ঘোষণা অনুযায়ী যথা সময়ে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ এবং বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও অসংখ্য সাধারণ মানুষ।

উল্লেখ্য, রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড