• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাজাখস্তান গেলেন স্পিকার

  অধিকার ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩০
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ফটো)

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহত্তর ইউরেশিয়া প্রতিপাদ্যে ইউরেশিয়ান দেশভুক্ত স্পিকারদের চতুর্থ সভা, সংলাপ ট্রাস্ট পার্টনারশিপ শীর্ষক সম্মেলনে অংশ নিতে রবিবার (২২ সেপ্টেম্বর) কাজাখস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন শেষে স্পিকার উগান্ডায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিবেন। স্পিকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি ও শিরীন আহমেদ এমপি।

উগান্ডার রাজধানী কাম্পালায় ২২ থেকে ২৯ সেপ্টেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

শাহজালাল আর্জাতিক বিমান বন্দরে স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কনফারেন্স শেষে স্পিকার আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন। বাসস।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড