• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বারদের যোগ্যতা নিয়ে গুজব

  অধিকার ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৯
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন (ছবি : সংগৃহীত)

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সরকার।

জানা গেছে, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি এবং মেম্বার পদের যোগ্যতা এসএসসি নির্ধারণ করে সরকার আইন পাস করেছে বলে প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।

উল্লেখ্য, এ বছরের শুরুর দিক থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেধরা, গলাকাটা গুজবসহ আরও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল একটি চক্র।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড