• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিটির মাধ্যমে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে : স্পিকার

  অধিকার ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আইসিটি ব্যবহারের মাধ্যমে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এতে সহজেই জনগণের কাছে তথ্য পৌঁছে যাচ্ছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অনলাইন নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ ডটকমের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উন্নয়নের সঠিক তথ্য তৃণমূলে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এ সময় স্পিকার কেক কেটে নিউজ টু নারায়ণগঞ্জ ডট কমের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টালও বাংলাদেশের উন্নয়নের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছে উল্লেখ করে স্পিকার বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে।

শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, বিশ্বায়নের যুগে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারছে। জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থায় নিজেকে তথ্যে সমৃদ্ধ রাখতে হবে বলে স্পিকার উল্লেখ করেন।

নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম অনলাইন পোর্টালের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- সাবেক প্রধান অফিসার এ কে এম শামীম চৌধুরী এবং টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রমুখ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড