• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘থানাকে জনমুখী করতে প্রয়োজনে ওসিগিরি করব’

  নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৯
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম (ছবি- সংগৃহীত)

সবকটি থানাকে জনমুখী করা হবে। প্রয়োজনে নিজে থানায় গিয়ে ওসিগিরি করব। এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার শফিকুল ইসলাম।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘থানাগুলো জনমুখী করতে হবে। দরকার হলে নিজেই থানায় গিয়ে ওসিগিরি করব। ডিএমপির সিনিয়র কর্মকর্তারা থানায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।’

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘থানায় সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। থানাগুলোতে মানুষের আস্থা অটুট রাখতে কাজ করতে হবে। অপরাধের শিকার কেউ জিডি বা মামলা করতে গিয়ে যেন হয়রানির শিকার না হয় সে ব্যবস্থাও করা হবে।’

রাজধানীর ট্রাফিক ইস্যুতে কথা বলতে গিয়ে নগর পুলিশের সর্বোচ্চ এ কর্মকর্তা জানান, ‘সকালে এবং বিকালে অফিস ছুটির সময় ট্রাফিকের ডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সার্জেন্ট ও টিআইদের ওপর দায়িত্ব ছেড়ে না দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও মাঠে থাকতে হবে। মূলত ট্রাফিকের বিষয়টি শুধুমাত্র পুলিশের দায়িত্ব না। তবে এখানে পুলিশের সর্বোচ্চ চেষ্টা দৃশ্যমান করতে হবে।’

শহরের তুলনায় জেলা শহরের ওসির দায়িত্ব আলাদা। জেলা শহরগুলোতে রাত ১০টার পর বেশি কাজ থাকে না। তবে মেট্রোপলিটন এলাকায় মধ্যরাত পর্যন্ত ওসিকে কাজ করতে হয়। এ বিষয়টি মাথায় রেখে নতুনভাবে কাজ করা হবে বলেও জানান তিনি।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড