• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে ১৩ কোটি ৬৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চেক হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি : পিআইডি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংস্থা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদকে ১৩ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রদান করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংশ্লিষ্টদের নিকট অনুদানের অর্থের চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী আঞ্জুমানে-ই-মফিদুল ইসলামকে আঞ্জুমান জে আর টাওয়ার নির্মাণের জন্য ১০ কোটি টাকা এবং বুদ্ধিষ্ট ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও নড়াইল জেলা আইনজীবী কল্যাণ ফান্ডকে এক কোটি টাকা করে প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সব ব্যক্তি অনুদান গ্রহণ করেন তারা হলেন, অসুস্থ ক্যান্সার রোগী সঙ্গীত শিল্পী পলি সোলাইমান, জাতীয় পুরুস্কারপ্রাপ্ত মেকআপ শিল্পী কাজী হারুন ও আব্দুর রহমান, বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী মহিউদ্দিন বাহার।

সেই সাথে প্রধানমন্ত্রী রংপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রয়াত রাশেদুন্নবী জুয়েলের স্ত্রী শায়লা আকতারের নিকট চাকরির নিয়োগপত্র হস্তান্তর করেন।

বাসস

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড