• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ : সমঝোতা স্মারক সই

  অধিকার ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। (ফাইল ছবি)

পদ্মা নদীর ওপর নির্মাণাধীন পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে এই সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

এ সময় পদ্মা সেতু কাজের অগ্রগতি তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের আপডেট হচ্ছে- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সব কটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭৩ দশমিক ৩৭ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ দশমিক ৫০ এবং আর্থিক অগ্রগতি ৪৮ দশমিক ৪০ শতাংশ। সংযোগ সড়কের অগ্রগতি ১০০ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ দশমিক ৫০ শতাংশ।’

পদ্মা সেতুর মোট পিলার ৪২টি, এর মধ্যে ৩১টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাকি ১১টির কাজ চলমান আছে। আশা করা যায়, ডিসেম্বর ২০১৯ এর মধ্যে মোট ৪২টি পিলারের কাজ শেষ হবে। মোট স্প্যান ৪২টি। মাওয়া সাইটে এই পর্যন্ত ট্রাস এসেছে ২৮টি, যার মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। ফলে এখন ২ দশমিক ১ কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান।’

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড