• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকার অপ্রচলিত লাভজনক কৃষিতেও গুরুত্ব দিচ্ছে : কৃষিমন্ত্রী

  অধিকার ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৪
বৈঠক
নর্থ অ্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠককালে কৃষিমন্ত্রী (ছবি : সংগৃহীত)

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার ধান নির্ভর কৃষির পাশাপাশি অপ্রচলিত লাভজনক কৃষির দিকেও গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কফি, কাজুবাদাম, অ্যাভোকাডোসহ বিভিন্ন মূল্যবান ফসল চাষে উদ্বুদ্ধ করছে কৃষকদের।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘নর্থ অ্যান্ড প্রাইভেট লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক রিক হার্বাডের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎকালে বুধবার (১১ সেপ্টেম্বর) কৃষিমন্ত্রী এ কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ব্যবস্থাপনা পরিচালক রিক হার্বাড জানান, ২০১১ সালে বান্দরবানের রুমা উপজেলায় কৃষকদের ৫শ চারা প্রদানের মাধ্যমে বাংলাদেশে কফি চাষ শুরু হয়। বর্তমানে সাজেকসহ মোট গাছের সংখ্যা প্রায় দেড় লাখ। এছাড়া বিগত দুই বছর যাবত বাংলাদেশের কফি বাজারজাতসহ রপ্তানি করে আসছেন তিনি। রিক হার্বাড বলেন, ‘নর্থ অ্যান্ডসহ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মনে করে বাংলাদেশের কফি বিশ্ব মানের।’

কফি চাষের গুণাগুণ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের পরিবেশের জন্য কফি চাষ উপযোগী, পানি কম লাগে, পোকামাকড় ও রোগ জীবাণুর আক্রমণ নেই এতে। এছাড়া তিন বছর বয়স থেকেই কফি গাছে ফলন শুরু হয় যা ৯০ বছর পর্যন্ত অব্যাহত থাকে। তিনি আরও বলেন, ‘একটি কফি প্রসেসিং মেশিনের দাম মাত্র ৫শ ডলার। যেটিও বর্তমানে এফএও বিনা মূল্যে দিচ্ছে।’

জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা কফি উৎপাদন করছি পাশাপাশি এটির উৎপাদন বাড়াতে কাজ করছি। এজন্য কিছুসংখ্যক কৃষকদের ভিয়েতনামে পাঠানো হতে যাতে তাদের কফি চাষে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন হয়। আমরা চাই কৃষিজাত পণ্য রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি করতে।’

বৈঠকে কফি রপ্তানিতে ডিউটি ফি নিয়ে নর্থ অ্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কফি রপ্তানির ক্ষেত্রে ডিউটি ফি কমানো হলে এ ব্যবসার জন্য ভালো হবে।’

এর প্রেক্ষিতে মন্ত্রী জানান, কৃষিজাত পণ্যের ওপর সরকার প্রণোদনা দিয়ে থাকে। এ ক্ষেত্রে কফিকেও এটির আওতায় আনা হবে। এ সময় নর্থ অ্যান্ডকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড