• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজালালে যাত্রীর লাগেজে ৫০ লাখ টাকার বিদেশি ওষুধ

  অধিকার ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৬
বিমানবন্দর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি : সংগৃহীত)

ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ৫০ লাখ টাকার বিদেশি ওষুধ উদ্ধার করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদ আসাদ নামের ওই যাত্রীর লাগেজ থেকে এ বিদেশি ওষুধ উদ্ধার করা হয়।

বিদেশি ওষুধ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, আকাশপথে চোরাচালান প্রতিরোধে প্রতিদিনের ন্যায় বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। বুধবার গ্রিন চ্যানেলে নজরদারিসহ তল্লাশি চলাকালে জেদ্দা এয়ারপোর্ট থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আসাদ গ্রিন চ্যানেল অতিক্রমকালে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে কিছু নেই বলে জানান তিনি।

পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তার লাগেজে চেক করে এক লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ উদ্ধার করে। উদ্ধারকৃত ওই ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এ সময় উদ্ধারকৃত ওষুধের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড