• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোটের অপেক্ষায় ১৯ বছর, আটকে গেল সীমানায়

  অধিকার ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫২
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন (ফাইল ফটো)

দীর্ঘ ১৯ বছর পর ঢাকার দোহার পৌরসভায় অনুষ্ঠিত হতে যাওয়া ভোটগ্রহণ স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা জটিলতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে আটকে যায় ভোট।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধের কারণে এ পৌরসভার নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর এ পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম সমাপ্ত হওয়ার কথা ছিল। এটি সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর প্রেক্ষিতেই ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এ দিকে গত ৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী এ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১২ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

উল্লেখ্য, দোহার পৌরসভায় প্রথম ও শেষবারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর মাসে। এরপর দীর্ঘ সময় কেটে যায় ভোটের অপেক্ষায়।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড