• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবারটা পারিনি, তাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে চেষ্টা করছি : শিল্পমন্ত্রী

  অধিকার ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬
শিল্পমন্ত্রী নূরুল মজিদ
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। (ছবি : সংগৃহীত)

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাবার স্বপ্ন পূরণ পরিপূর্ণভাবে করতে পারিনি। তবে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার চেষ্টা করে যাচ্ছি।

রবিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, বাবা বলেছিলেন আইনজীবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আর বঙ্গবন্ধু বলেছিলেন রাজপথে থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে। তাই রাজপথই বেছে নিয়েছি। এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, রাজনীতি কোনো পেশা নয়। মানুষের কল্যাণের জন্য রাজনীতি। তেমনি আইন পেশাও মানুষের কল্যাণমূলক একটি পেশা।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নরসিংদীর জেলা ও দায়রা জজ আতাবুল্লা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নরসিংদী জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য পদ দেওয়া হয়। এ সময় মন্ত্রী আইনজীবীদের বিভিন্ন আইন বিষয়ক বইপত্র কেনার জন্য ১৫ লাখ টাকা অনুদান দেন।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড