• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিয়ানমারেরও শক্তিশালী বন্ধু আছে : কাদের

  নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০১৯, ১৫:৪৭
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কেউ কেউ বলছেন কূটনৈতিক প্রয়াস ব্যর্থ হয়েছে। আমি তাদের বলব, এটা সঠিক কথা নয়। কারণ শেখ হাসিনা সরকারের কূটনৈতিক প্রয়াস এমন পর্যায়ে পৌঁছেছে যে..., এ ব্যাপারে আমাদের মনে রাখতে হবে মিয়ানমারেরও বন্ধু আছে এবং শক্তিশালী বন্ধু আছে। বাস্তবতাকে অস্বীকারের কোনো উপায় নেই। মিয়ানমার বন্ধুহীন এটা মনে করার কারণ নেই।’

শনিবার (২৪ আগস্ট) ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)।

গলাবাজি-মিথ্যাচার ছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, আমার সব একসঙ্গে করছি, ডেঙ্গুকে ভুলে গিয়ে শোকের মাস পালন করছি না। যারা এই শোকের আবহ সৃষ্টি করেছে, তারা শোকের মাস নিয়ে তামাশাও করছে। ডেঙ্গু প্রতিরোধ প্রক্রিয়া প্রথম দিকে একটু ধীর হলেও বর্তমানে সরকারের সমন্বিত সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন।

রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানোর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘ, আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশের সমর্থন আদায়ে শেখ হাসিনা যতটা কূটনৈতিক সফল্য অর্জন করেছেন, এতটা কোনো দেশের সম্ভব হয়নি। সমস্যা জটিল, এই জটিলতার মধ্যে যুদ্ধ পরিহার করতে হবে। বারবার যুদ্ধের উসকানির মধ্যেও ঠাণ্ডা মাথায় শান্তিপূর্ণভাবে প্রতিবেশির সঙ্গে আলোচনা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন, অনেক সময় দুই পা এগোলে এক পা পেছনে চলে যায়। সেই বাস্তবতায় এক পা পেছনে গেলে এটাকে কূটনীতিক ব্যর্থতা বলা সঠিক নয়। মিয়ানমার সরকার আন্তর্জাতিক চাপ অনুভব করছে। আমরা আরও চাপ অব্যাহত রাখব। মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দায় নিতে হবে। আমরা ঠাণ্ডা মাথায় কৌশলে এগোচ্ছি, যুদ্ধে জড়াব না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সীমান্ত খুলে দিয়ে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। পৃথিবীর ইতিহাসের কোনো দেশ সীমান্ত দিয়ে এত রিফিউজি আশ্রয় দেয়নি। মানবতার মাতা শেখ হাসিনা, মানবতার সব দৃষ্টান্ত পেছনে ফেলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।

আলোচনা সভায় বক্তব্য দেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূইয়াসহ অনেক।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড