• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাষাসৈনিক ডা. এম এ গফুর আর নেই

  অধিকার ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ১৫:০২
ভাষাসৈনিক
ভাষাসৈনিক ডা. এম এ গফুর। (ছবি : সংগৃহীত)

ভাষাসৈনিক, চাঁদপুরের বিশিষ্ট সংগঠক ডা. এম এ গফুর আর নেই। শুক্রবার (২৩ আগস্ট) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

বাদ জুমা চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ডা. এম এ গফুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যায়নকালে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। দেশের স্বাধীনতার সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে দক্ষ সংগঠক তিনি।

পেশায় চিকিৎসক হলেও তিনি সমাজসেবায় জড়িত ছিলেন। চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল, বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালসহ বহু প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।

ডা. এম এ গফুর মৃত্যুকালে দুই ছেলে এবং মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী মাহমুদা খানম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।

এম এ গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড