• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে এক দিনে ১২ জনের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ২২:০৯
বজ্রপাত
(ছবি : ফাইল ফটো)

সারা দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক বজ্রপাতের ঘটনায় ১২ জন নিহত হয়েছে।

বজ্রপাতের ঘটনায় নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামের পাচু ব্যাপারির ছেলে ইমরান ব্যাপারি (২২), সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম (৪৫), একই ইউনিয়নের বাতা গ্রামের মৃত ইসমাইল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৪৭), মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের লালু চন্দ্র সরকারের ছেলে মঙ্গল চন্দ্র সরকার (৫৫)।

অন্যদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রায়াত জসিম উদ্দিনের ছেলে মো. ধুইতা সেখ (৫৫), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাঠি গ্রামের টিটু মিয়ার ছেলে সারোয়ার হোসেন (১৫) এবং একই ইউনিয়নের চরগোলাবাড়ী নামাপাড়া গ্রামের গণি মিয়ার ছেলে রাসেল (২২), মাগুরার সদর উপজেলার নলদাহ গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে ওয়ালিদ বিশ্বাস (৩৪), পটুয়াখালীর গলাচিপার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত ধলু ফরাজীর ছেলে মতিউর রহমান ফরাজী (৬৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চর এলাকার আমিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী ফেলানী খাতুন (৩৮) এবং একই ইউনিয়নের চর বাটিয়া গ্রামের তহসিন আলীর ছেলের সুমন মিয়া (৩২)।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ইমরান দক্ষিণ-বিলনালিয়া গ্রামের সাইদুল মেম্বারের বাড়ির পার্শ্ববর্তী নদীর ঘাটে পাট জাগ দেয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

এ দিকে দুপুর ১টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম নিজ বাড়িতে রান্নার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে, প্রায় একই সময়ে মাঝারদিয়া ইউনিয়নের বাতা গ্রামের মৃত ইসমাইল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বরও বজ্রপাতে নিহত হন।

এর আগে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার মঙ্গল চন্দ্র সরকার বাড়ির পাশের একটি কৃষি জমিতে কাজ করতে যায়। জমিতে কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে পাশের একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। পথিমধ্যে হঠাৎ বজ্রাঘাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইভাবে বজ্রপাতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মতিউর রহমান ফরাজী নামে এক কৃষকের মৃত্যু হয়।

এ দিকে বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক দুই স্থানে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

অন্যদিকে বিকাল ৩টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি জমিতে আগাছা পরিষ্কার করার সময় বজ্রপাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো. ধুইতা সেখ নামে এক কৃষকের মৃত্যু হয়। প্রায় একই সময়ে মাগুরায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতে ওয়ালিদ বিশ্বাস নামে এক কৃষক নিহত হন।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। সন্ধ্যার দিকে জোড়খালী ইউনিয়নের খিলকাঠি গ্রামের টিটু মিয়ার ছেলে সারোয়ার হোসেন বজ্রপাতে নিহত হয় এবং একই ইউনিয়নের চরগোলাবাড়ী নামাপাড়া গ্রামের গণি মিয়ার ছেলে রাসেল পাট ধুয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যায়।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড