• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গুতে আক্রান্ত ৯৪ চিকিৎসক ও ২০৬ স্বাস্থ্যকর্মী

  অধিকার ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৯:২১
ডেঙ্গু রোগী
ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় নার্স (ছবি : সংগৃহীত)

রাজধানীতে ডেঙ্গু আক্রান্তদের সেবায় নিয়োজিত ৩০০ স্বাস্থ্যকর্মীও এ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৪ জন চিকিৎসক।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া এ হাসপাতালের ২৫ জন চিকিৎসক ও ৩৭ জন কর্মী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬ চিকিৎসক ও ১২ নার্স ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে দুজন করে হাসপাতাল কর্মী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গত জুনে রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসাবে অনুযায়ী, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯২ জন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মী ৩০০ জন। বুধবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন বলছে, গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪ চিকিৎসক, ১৩০ নার্স ও ৭৬ হাসপাতাল কর্মী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড