• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রায় ৬ কোটি মানুষকে উড়িয়েছে বিমান

  নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০১৯, ১৮:২৮
বিমান
ফাইল ফটো

১৯৭২ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর ৪৭ বছরের দীর্ঘ পথ পারি দিয়েছে বিমান। বিমান এ পর্যন্ত মোট ৫ কোটি ৭১ লাখ যাত্রী পরিবহন করেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার গাঙচিলের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল।

তিনি আরও জানান, গত বছর প্রায় ২৮ লাখ যাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একসময় অলাভজনক প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।’ গত অর্থবছর ২০১৮-২০১৯ অর্থবছরে বিমান ২৩৮ কোটি টাকা মুনাফা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনায় জড়িত সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড