• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ করার সুপারিশ

  অধিকার ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৫:২৭
সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন (ফাইল ফটো)

আইন মন্ত্রণালয়ের অধীনস্থ সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বৃহস্পতিবার (২২ আগস্ট) সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে গ্রামীণ জনপদে অবৈধ দখলে থাকা রাস্তা চিহ্নিত করার সুপারিশও করা হয়েছে।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে অংশ নেন- কমিটি সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নেছার আহমদ, মো. আমিনুল ইসলাম ও উম্মে ফাতেমা নাজমা বেগম।

বৈঠকের শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকে ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া পর্যালোচনা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড