• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২১শে আগস্ট গ্রেনেড হামলা

৩-৪ মাসের মধ্যে মামলার পেপারবুক, শুনানি এ বছরই

  অধিকার ডেস্ক

২১ আগস্ট ২০১৯, ১৪:১২
আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক (ছবি : সংগৃহীত)

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক আগামী তিন-চার মাসের মধ্যে তৈরি করা হবে। এ বছরই হাইকোর্টে মামলার শুনানি শুরু হবে।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

আনিসুল হক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরির কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে পেপারবুক তৈরি করে হাইকোর্টে শুনানির চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হয়েছে। এখন রায় বাস্তবায়নের পালা। রায়ে আসামিদের কারও কারও ফাঁসি, কারও কারও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ফাঁসির রায় কার্যকর করতে হলে ডেথ রেফারেন্সের ওপর শুনানি করতে হয় উচ্চ আদালতে। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এই মামলায় ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। এটি একটি বড় মামলা। তাই এর শুনানিতে সময় লাগছে।’

আইনমন্ত্রী জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড