• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অগ্নিকাণ্ডে নিঃস্বদের জন্য দেওয়া হবে সৌদি আরবের খেজুর

  অধিকার ডেস্ক

২০ আগস্ট ২০১৯, ১৫:১১
অগ্নিকাণ্ডে নিঃস্ব এক নারী
অগ্নিকাণ্ডে নিঃস্ব এক নারী (ছবি : সংগৃহীত)

রাজধানীর মিরপুর-৭ নম্বরে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্তিতে অগ্নিকাণ্ডে নিঃস্বদের সৌদি আরবের খেজুর দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইতোমধ্যে ১৮৩ কার্টুন খেজুর ঢাকা জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দিয়েছে।

জেলা প্রশাসকের কাছে দেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দপত্রে বলা হয়েছে, গত ১৬ আগস্ট মিরপুর-৭ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য সৌদি সরকারের দেয়া ১৮৩ কার্টুন খেজুর জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দেওয়া হলো।

এর আগে গত ৩০ জুলাইয়ের বরাদ্দ বাতিল করা হয়েছে। তবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার ইউনিট কমান্ডারের জন্য ১০ কার্টুন বরাদ্দ রাখা হয়েছে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে।

গত ১৬ আগস্ট আকস্মিক ভয়াবহ আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় রূপনগরের চলন্তিকা বস্তি। অগ্নিকাণ্ডে চলন্তিকাসহ আরও ৩-৪টি বস্তির প্রায় সাড়ে ৫০০ থেকে ৬০০ ঘর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার পরিবার। সর্বস্ব হারিয়ে হাজার হাজার বস্তিবাসীর ঠাঁই এখন খোলা আকাশের নিচে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড