• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে না পারলে এদেশে থাকার অধিকার নেই’

  চট্টগ্রাম প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ২১:৪৫
মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন (ছবি- দৈনিক অধিকার)

বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা জানাতে পারেন না, তাদের এদেশের নাগরিক হিসেবে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে নাগরিক শোকযাত্রা উদ্বোধনে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারেন না তাদের এদেশের নাগরিক হিসেবে থাকার যোগ্যতাও নেই। বঙ্গবন্ধুর সঙ্গে অন্য কারো তুলনা চলে না। বঙ্গবন্ধু সবার। তাই সবার উচিৎ বঙ্গবন্ধুকে সম্মান করা।

নাগরিক শোকযাত্রা উদ্বোধন করছেন মেয়র (ছবি- দৈনিক অধিকার)

নাগরিক শোকযাত্রায় এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা: একিউএম সিরাজুল ইসলাম, অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন ফৈরদৌসী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিএমএ সদস্য ডা: হোসেন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, শোক শ্রদ্ধায় দেশজুড়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক র‌্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড