• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল : নৌ প্রতিমন্ত্রী

  অধিকার ডেস্ক

১৪ আগস্ট ২০১৯, ১৭:৩৪
খালিদ মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

বাংলাদেশ নিরাপদ দেশ উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দুই-একটি ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়েছে। প্রকৃতির সঙ্গে তো আর যুদ্ধ করা যায় না।’

বুধবার (১৪ আগস্ট) ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।

এ সময় এবার রেল লাইনচ্যুত হওয়ার কারণে রেলপথে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আর বৈরী আবওয়ার কারণে ১৮ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এই দুই ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা নিয়ে আমরা সন্তুষ্ট।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ব্রিজের টোল প্লাজার কারণে যাত্রাপথে দেরি হয়েছে। গরুবাহী ট্রাকের কারণেও যানবাহনের ধীরগতি হয়েছে। টোল প্লাজা আধুনিক করা হচ্ছে। সরকার এ জন্য চেষ্টা করছে। এবার আকাশপথে কোনো ফ্লাইট বাতিল হয়নি।’

কুরবানির পশুর চামড়ার কম দামের প্রসঙ্গে খালিদ মাহমুদ বলেন, বাণিজ্যমন্ত্রী চামড়া রপ্তানির বিষয়ে বলেছেন। চামড়া রফতানি হলে এ সংকট থাকবে না। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল নিজেদের কর্মকাণ্ডের জন্য সংকটে আছে। এই সংকট দেশের মানুষের ওপরে চাপিয়ে দিতে চায়। এডিস মশা নিয়েও রাজনীতি, পরিবহন ব্যবস্থা নিয়েও রাজনীতি।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড