• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমছে : স্বাস্থ্যমন্ত্রী

  অধিকার ডেস্ক

১৩ আগস্ট ২০১৯, ১৫:৪৩
জাহিদ মালেক
ফাইল ছবি

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা এক হাজার দুইশ জন। একদিন আগের ২৪ ঘণ্টায় ছিল দুই হাজার ৯৩ জন। বর্তমানে দেশজুড়ে হাসপাতালে মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা সাত হাজার ৫শ ৪৭ জন। তার আগের দিন ছিল ৮ হাজার ৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০ জন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আজ সারাদিন রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার সার্বিক অবস্থার সরেজমিন ঘুরে দেখেন।

হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে জাহিদ মালেক আরও বলেন, দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় যেভাবে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা কমে যাচ্ছে তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া। পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার, নার্সসহ সকলেই পরিবারের সঙ্গে ঈদের আনন্দের কথা বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্যখাতের সকলেই প্রশংসনীয় কাজ করেছেন।

প্রসঙ্গত, সকাল ১০টা ৩০ মিনিটে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদকে সঙ্গে নিয়ে ডেঙ্গু সেলে থাকা বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন, চিকিৎসার খোঁজ-খবর নেন ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাহস দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড