• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত বন্ধ থাকবে দমদমা সেতু

  অধিকার ডেস্ক

১২ আগস্ট ২০১৯, ০১:০৭
ব্রিজ
ঈদের দিন বন্ধ থাকবে দমদমা সেতু (ছবি: সংগৃহীত)

জরুরি মেরামত কাজের জন্য ঈদের দিন রাত থেকে পরদিন সকাল পর্যন্ত আট ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের রংপুর ও মিঠাপুকুরের মাঝামাঝি স্থানে অবস্থিত দমদমা সেতু। এ কারণে সেতুটির উপর সে সময়ে কোনো ধরনের যান বাহন চলাচল করবে না।

রবিবার (১১ আগস্ট) রাত ১০টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু এ তথ্য জানান।

তিনি জানান, জরুরি মেরামত কাজের জন্য ঈদের দিন সোমবার (১২ আগস্ট) রাত ১০টা থেকে ঈদের পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত দমদমা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরে ভোর ৬টা থেকে পুনরায় যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হবে।

মেরামত কাজ চলাকালীন যানবাহনসমূহকে রংপুর-বদরগঞ্জ-মধ্যপাড়া-মিঠাপুকুর সড়কপথ ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড