• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

  অধিকার ডেস্ক

১১ আগস্ট ২০১৯, ২২:৩২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো (ছবি : সংগৃহীত)

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১১ আগস্ট) এক সরকারি তথ্য বিবরণীকে এ আহবান জানানো হয়।

এতে বলা হয়,একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশে জাতিকে বিভ্রান্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে। ভবিষ্যতেও মহলটি এ ধরনের আরও গুজব প্রচার করবে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের গুজব কারো নজরে পড়লে সামাজিক মাধ্যমসহ সর্বস্তরে এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন করে পুলিশের সাহায্য নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এছাড়া এ সকল বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য পিআইডির টেলিফোন নিম্নলিখিত টেলিফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

টেলিফোন : ৯৫১২২৪৬ ও ৯৫১৪৯৮৮।

এছাড়াও ফ্যাক্স নম্বর: ৯৫৪০৯৪২ ও ৯৫৪০০২৬ ইমেইল : [email protected];ওয়েবসাইট: www.pressinform.gov.bd; ফেসবুক আইডি: PID BD এবং ফেসবুক পেজ:Press Information Department, Bangladesh-এ যোগাযোগ করা জন্য অনুরোধ করা হয়েছে। বাসস।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড