• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এ মাসেই ধেয়ে আসছে ৩ বিপদ 

  অধিকার ডেস্ক

০৬ আগস্ট ২০১৯, ১৪:১৭
বন্যা
বন্যায় ডুবে গেছে বাজার (ছবি : সংগৃহীত)

কিছুদিন আগেই সারাদেশ ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি বন্যাদুর্গত উত্তর ও পূর্বাঞ্চলের মানুষ। কোথাও কোথাও এখনো বন্যার পানি রয়ে গেছে।

আবার যেসব এলাকায় বন্যার পানি নেমে গেছে সেসব বন্যাদুর্গত এলাকায় এখন চলছে বন্যা-পরবর্তী রোগ-বালাই, খাবার, ও বিশুদ্ধ পানির সঙ্কট।

এ অবস্থার মধ্যেই আবার স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে আগস্ট মাসে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

মৌসুমি বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

অর্থাৎ আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে ফের বন্যার আশঙ্কা রয়েছে সাথে বৃষ্টি ও লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড