• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অল্প দিনেই ডেঙ্গুর প্রকোপ কমবে : স্বাস্থ্যমন্ত্রী

  অধিকার ডেস্ক

০১ আগস্ট ২০১৯, ২৩:৪৫
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
সচিবালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে সভা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। (ছবি : সংগৃহীত)

অল্প দিনের মধ্যেই চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সৃষ্ট সঙ্কটের সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমরা সব সময় ডেঙ্গু পরিস্থিতি মনিটরিং করে যাচ্ছি। মশার উৎপত্তিস্থল ধ্বংস করছি, মশা মারার জন্য আমরা নতুন ওষুধ আনছি। আমার বিশ্বাস, পরিস্থিতি আগামী অল্প কিছু দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা যাবে। আপনাদের কাছে সহযোগিতা চাই।'

ডেঙ্গুর বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন উল্লেখ করে জাহিদ মালেক বলেন, 'প্রধানমন্ত্রী লন্ডনে চিকিৎসাধীন থেকেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন ও নির্দেশনা দিচ্ছেন। আমাদের উদ্যোগের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে সব কাজ চলছে।'

তিনি আরও বলেন, 'সারাদেশে গত ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ১৭ হাজার ১৬৩ জন রোগী। যাদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন অন্তত ১২ হাজার ২৬৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও কমপক্ষে চার হাজার ৯০৩ জন। তাছাড়া ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন রোগী।'

চলমান ডেঙ্গু সঙ্কট নিরসনে হাসপাতালগুলোতে নতুন ওয়ার্ড চালু করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এতদিন যেসব হাসপাতালে রোগী ভর্তি করা হতো না; এখন সেখানেও রোগী ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেক জেলার সিভিল সার্জনকে ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আমাদের ২৯ জন বিশেষজ্ঞ রয়েছেন। যারা প্রত্যেক জেলায় ঘুরে বেড়াচ্ছেন। ডেঙ্গু পরীক্ষায় ইতোমধ্যে ৬৫ হাজার কিট বিতরণ করা হয়েছে। আরও প্রায় পাঁচ লাখের মতো কিট আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড