• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর কাছে নবম ওয়েজবোর্ডের ফাইল যাচ্ছে বৃহস্পতিবার

  অধিকার ডেস্ক

২১ জুলাই ২০১৯, ১৮:১৬
ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ (ছবি : পিআইডি)

নবম ওয়েজবোর্ডের ফাইল বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২১ জুলাই) রাতে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শেষে এ ফাইল প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হবে।

তথ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ওয়েজ বোর্ডের ঘোষণা আসবে। প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হবে।

এ সময় তিনি সংবাদকর্মীদের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তথ্য মন্ত্রী।

মন্ত্রী রাঙ্গুনিয়ার উন্নয়ন-অগ্রগতিতে চট্টগ্রামে কর্মরত রাঙ্গুনিয়ার সাংবাদিকদের লেখনির মাধ্যমে আরও বেশি ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। শহরে নবগঠিত রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্সের অফিস করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের আহ্বায়ক আজাদ তালুকদার, সদস্য সচিব আলিউর রহমান, সদস্য রুমু বড়ুয়া, আশরাফ উল্লাহ রুবেল, কাশেম শাহ, সুরেশ দাশ, মোস্তফা ইউসুফ, রনি দত্ত, এম এ হাসেম, কাঞ্চন মহাজন, আশরাফুন নূর ও কাকন দেব। বাসস।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড