• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্টারনেট সেবা তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছি : মোস্তাফা জব্বার

  অধিকার ডেস্ক

১৭ জুলাই ২০১৯, ২২:৩২
মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। (ছবি : সংগৃহীত)

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছি। বরগুনায় ইন্টারনেট সুবিধা ছিল না। সেখানে সংযোগ দিয়ে আমি জেলা প্রশাসকদের সম্মেলনে যোগ দিয়েছি।

বুধবার (১৭ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের ষষ্ঠ কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই বৈঠকে সভাপতিত্ব করেন।

নেটওয়ার্ক কর্মীদের নিরাপত্তার ব্যাপারে মন্ত্রী আরও বলেন, ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্ক বসানোর জন্য আমাদের টিম বিভিন্ন জেলায় কাজ করতে যায়। যেহেতু বিষয়টি খুব সেনসেটিভ, তাই তাদের নিরাপত্তার প্রয়োজন। এ জন্য যখন ওই টিম বিভিন্ন জেলায় যাবে, তখন তাদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা যেন পায়, সে জন্য ডিসিদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, ওই টিম বিভিন্ন জেলায় সর্বাত্মক সহযোগিতা পাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড