• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ

  অধিকার ডেস্ক

১২ জুলাই ২০১৯, ১৮:৫৮
শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। (ছবি : সংগৃহীত)

লন্ডনে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। শুক্রবার (১২ জুলাই) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। বৈঠকের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বৈঠক করেন। ড. জয়শঙ্করের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ে এটাই প্রথম বৈঠক।

বৈঠকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে তারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। দুই দেশের দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও পারস্পারিক স্বার্থ নিয়েও আলোচনা হয়েছে।

এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম ও যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার রুচি ঘনশ্যাম উপস্থিত ছিলেন।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড