• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে কবি নজরুল ছাত্রলীগের মানববন্ধন

  শাহ নেওয়াজ

১২ জুলাই ২০১৯, ১৮:৪৮
মানববন্ধন
কবি নজরুল ছাত্রলীগের নেতাকর্মীদের মানববন্ধন (ছবি : মো. শাহ নেওয়াজ)

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের বেশকিছু নেতাকর্মী। শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় কলেজ শাখা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ইয়াসিন আল অনিক বলেন, ‘আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। শান্তিপূর্ণ ক্যাম্পাসে আমাদের হেয় করার জন্যে এসব মামলা দেয়া হয়েছে। ছাত্রলীগ ষড়যন্ত্রের রাজনীতি করে না। ভয়ের রাজনীতি করে না। কিন্তু আওয়ামী লীগ বিরোধীরা আমাদের নেতিবাচক ভাবে উপস্থাপন করতে ষড়যন্ত্রের মামলা দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম, আছি। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। ক্যাম্পাসে শৃঙ্খলা রাখতে সচেষ্ট থেকেছি। অথচ, আমাদের নামে আজ মামলা দেয়া হয়েছে। আমাদের নেতৃবৃন্দের নামে অসত্য ও মিথ্যা মামলা দায়েরকারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। সংগঠনের নামে এমন অপপ্রচার যারা দেয় তাদের চিহ্নিত করতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাই।’

অনিক বলেন, ‘ছাত্রলীগের বেশকিছু পোস্টেড নেতারা বাদীদের জোর করে আমাদের নামে মামলা দায়ের করিয়েছে। এসব করে দলের বদনাম করা ছাড়া তাদের আর কোনো লাভ আছে কি, জানি না। আমাদের নামে ১০০ টাকা চাঁদাবাজির মামলা দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এসবের বিরুদ্ধে বাকবিতণ্ডায় যাইনি। ঝামেলায় যাইনি। আমরা নিয়মতান্ত্রিকভাবে এগিয়েছি। আমাদের দাবি জানাচ্ছি। আমাদের নামে এসব মামলা হয়রানির বন্ধে আমরা নেত্রীর কাছে বলতে চাই, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বলতে চাই আমাদের রক্ষা করুন। ছাত্রলীগের সম্মান বাঁচাতে, ছাত্রলীগের ঐতিহ্য বাঁচাতে আপনারা ব্যবস্থা নিন।’

এ সময় কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ডের কাজ করে যাচ্ছে। বিএনপির আমলে বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল থাকত। এখন প্রত্যেকটা ক্যাম্পাস শান্তিপূর্ণ আছে। তার একমাত্র কারণ ছাত্রলীগ। অথচ এরপরেও ছাত্রলীগের নেতাদের নামে মামলা দেয়া হয়। এসব ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানাই। আমরা প্রত্যাশা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব চিহ্নিত ষড়যন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

এ সময় মানববন্ধনে কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। তারা ছাত্রলীগ নেতাদের নামে মিথ্যা এ ষড়যন্ত্রের মামলার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড