• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলে গেলেন মুক্তিযুদ্ধের গবেষক লেখক গোলাম এরশাদুর রহমান

  নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই ২০১৯, ০৮:৫৬
এরশাদুর রহমান
এরশাদুর রহমান (সংগৃহীত)

নেত্রকোণা শহরের সাতপাই এলাকার বাসিন্দা মুক্তিযুদ্ধের গবেষক লেখক মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান আর নেই। অসুস্থ অবস্থায় শনিবার (০৬ জুলাই) দিনগত রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

রাতে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরশাদুর রহমান। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে। পরে সেখান থেকে মমেকে নিয়ে যাওয়ার পথে শম্ভুগঞ্জের কাছে পৌঁছলে মারা যান তিনি।

তৎকালীন জেলা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী জানান, মুক্তিযুদ্ধে এরশাদুর রহমান নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি ও মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে যুক্ত ছিলেন।

এরশাদুর রহমানকে নেত্রকোণায় পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হবে।

১৯৯৪ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় গোলাম এরশাদুর রহমান রচিত ‘নেত্রকোণার বাউলগীতি’। এছাড়াও লেখকের ‘মুক্তিসংগ্রামে নেত্রকোণা’ নামক গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড