• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হজযাত্রা : সঙ্গে কী নিতে পারবেন, কী পারবেন না

  অধিকার ডেস্ক

০৪ জুলাই ২০১৯, ১০:২৯
হজযাত্রী
ব্যাগেজ হাতে হজযাত্রীরা; (ছবি- সংগৃহীত)

শুরু হয়েছে হজ ফ্লাইট। আজ সকাল সোয়া সাতটায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে বিজি-৩০০১ ফ্লাইটটি। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে যাবেন সৌদি আরবে।

একজন হজযাত্রী হজে যাওয়ার সময় সঙ্গে কী কী নিতে পারবেন তা নিয়েই দ্বিধায় থাকেন অনেকেই। এবার যারা হজ করতে যাবেন তারা সঙ্গে কী পরিমাণ জিনিস নিতে পারবেন এবং কী কী জিনিস নিতে পারবেন তার তালিকা করে দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

কী রাখতে পারবেন?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, এ বছর একজন হজযাত্রী নিজের সঙ্গে সর্বোচ্চ ৪৬ কেজি মালামাল নিতে পারবেন। অর্থাৎ, হজযাত্রীরা বিনা খরচে সর্বোচ্চ ২টি ব্যাগেজ নিতে পারবেন যার প্রতিটির ওজন ২৩ কেজি বা তার কম হবে। এছাড়াও প্রত্যেকে দেশে আনতে পারবেন পাঁচ লিটার জমজমের পানি। তবে তা বিমানে সঙ্গে করে আনতে পারবেন না।

কী রাখতে পারবেন না

হজযাত্রীরা ব্যাগেজে যেসব জিনিস নিতে পারবেন না তা হলো-

● ধারালো বস্তু (ছুরি, কাঁচি) ● নেইল কাটার ● ধাতব দাঁত খিলন ● তাবিজ ● কান পরিষ্কারক ● কোনো খাদ্যদ্রব্য ● গ্যাস জাতীয় কোনো বস্তু (যেমন- অ্যারোসল) ● ১০০ এমএল এর বেশি তরল পদার্থ

এর পাশাপাশি ব্যাগেজ হতে হবে স্যুটকেস বা ট্রলিব্যাগ। গোলাকৃতি কিংবা দড়িবাঁধা ব্যাগ বহন করা যাবে না।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড